rakib7665 Trainer 2 years ago |
অঞ্জলি দেবী মাত্র ছেলে বিয়েতে আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাইকেই বলেছেন , খুব ধুমধাম না হোক মোটামুটি আয়োজন করেছেন। এতেই বিপত্তি, বৌমা দেখে আত্মীয় স্বজন বলে- এমন শিক্ষিত আধুনিক বৌ ঘরে এনেছো, তোমার সাথে মানিয়ে চলতে পারলেই হয় , তুমি কোথায় পুরানো চিন্তা ধারার আর বৌমা কতো আধুনিক, দুজনে একেবারে বিপরীত, তোমার সাথে কতদিন টিকে দেখো, ইত্যাদি ইত্যাদি। আনন্দের দিনে আত্মীয়দের থেকে এমন কথা শুনে মনটা খারাপ হয়ে যায় অঞ্জলি দেবীর। এখানেই শেষ না পাড়া প্রতিবেশী মহিলার সাথে দেখা হলে তারাও একই কথা বলতে শুরু করে - তোমার বৌমা দেখতে খুব সুন্দর হয়েছে, তবে তোমার বৌমা শহরে থেকে লেখা পড়া করে এসেছে , সে কি তোমার সাথে মানিয়ে চলতে পারবে। সে হল গিয়ে শিক্ষিত আধুনিক এখনকার দিনের মেয়ে আর তুমি সেই পুরানো চিন্তাভাবনা, এক কথায় সেকেলে মানুষ। তাই দেখলেনা কয়েক দিন যেতে না যেতেই কাপড় ছেড়ে চুড়িদার, কুর্তি কি সব পোশাক পরা শুরু করেছে আর শাড়ি পরলে ঘোমটাও দেয় না, বিয়ের সব আচার বিচার ও মানলো না। দেখবে এ বৌ বেশী দিন তোমার সাথে ঘর করতে পারবে না, আবার যদি চাকরী পায় তাহলে তো আর কোথাই নেই। কিছু দিন পরেই তোমার ছেলেকে নিয়ে শহরে চলে যাবে আর তুমি এখানে একা পরে থাকবে, তখন বুঝবে আধুনিক বৌমা ঘরে আনার কি ফল ইত্যাদি।
এই সব কথা শুনে অঞ্জলি দেবীর মন একে বারে ভেঙে যায় তাই সব সময় মনমরা হয়ে থাকেন। ছেলে- বৌমাকে এরিয়ে চলে, বৌমার সাথে ভালো কথা বলেন না।
বিষয়টা বিক্রম এর চোখে পরেছে, তিয়াসা ও বলছে, মা আমার সাথে ভালো কথা বলতে চায় না। বিক্রম দেখল ব্যপারটা তো একে বারেই ভালো নয় বিয়ের 15 দিন হতে না হতেই মায়ের এমন পরিবর্তন। নিশ্চই কিছু হয়েছে, তাই মায়ের কাছে গিয়ে বিক্রম মাকে চেপে ধরে।
বিক্রম - মা আমি কয়েক দিন দেখছি তুমি আমাদের সাথে অন্য ব্যবহার করছো, আগে তো এমন করতে না। তোমার কি কিছু হয়েছে, না আমরা কোনো ভুল করেছি।
মা - না তেমন কিছু হয় নি তো, এই তো তোর সাথে ভালোভাবে কথা বলছি।
বিক্রম - তোমাকে আমি ভালো করে জানি মা, আগে কখনো তোমার এমন ব্যবহার দেখিনি, সত্যি করে বলো না মা তোমার কি হয়েছে।
মা- আমার খব ভয় করছে, প্রতিবেশীদের কথা শুনে মনটা একেবারে ভেঙে গেছে, কিছু ভালো লাগছে না।
বিক্রম - প্রতিবেশী কথা তুমিতো কোনো দিন কিছু ম
Alert message goes here